আমার বসন্ত দিনে
তানভীর আজীমি
নির্বাক অভিমানী চোঁখে ছিল অকৃত্রিম ভালোবাসা,মায়া,প্রেম,আশা
মনের অথৈ গভীরে ছিল সীমাহীন সুখ স্বপনের আভাস, আনন্দ
চোঁখের কাজল, কপালের টিপ.
হাতের কাকনের গুঞ্জরণ ঠোঁটের হাসি
সব কিছুই নাকি ক্ষণে ক্ষণে আমার জন্য সাঁজতো বাঁজতো গাইতো
পড়ন্ত বিকেলের অলস রোদ এসে
পাতায় পাতায় আঁকত আমার প্রতিছবি
সন্ধ্যার লাল মালতির সৌরভে অনুভব করতে
আমার নিঃশ্বাসের ঘ্রাণ,
চাঁদনী রাতে দিঘির শান্ত জলে দেখতে আমার প্রতিছবি চাঁদের বুকে
সব কিছু শুনে আমি অবাক হয়ে
চেয়ে থাকতাম তোমার নয়ন পানে
ভাবতাম কি করে এত ভালোবাসে
একজন আরেক জনকে এই জীবনে  
নিঃশ্চই সৃষ্টিকর্তার অশেষ দান
নতবা কোনো অলৌকিক ক্ষমতা বলে
আমার দিন ভালই কাটছিল স্বপনে জাগরণে নিশিদিন মনের হরষে
হঠাৎ আমার জীবনে নেমে এলো
অনাকাঙ্খিত সন্ধ্যার গভীর আঁধার
নিমর্ম পরিহাসের আচকমা প্রবল ঝড়
মুছে দিয়ে গালো আমার অস্তিত্ব
সন্ধ্যার মিহি আলোতে তুমিও বেশ বদলে গেলে
ঠিক বসন্তের কোকিলের মত
সেই প্রেম সেই চোঁখের কাজল
সেই কপোলের তিল মধু মাখানো হাসি
যা ছিল শুধুই একান্ত আমার জন্যে
এখন আর তার অস্তিত্ব বাকি নেই
কোন স্বর্গ সুখের আশায়
তুমি এভাবে নিঃসঙ্গ জীবনের পথে ঠেলে দিলে
আমার জিজ্ঞাসা করতে ইচ্ছে করে সবই কি ছিল "আমার বসন্ত দিনে"
_________
টি,কে,এম,আজীমি