জানতে দেয়নি কখনো মায়ের মনের গোপন কষ্ট
বুঝিনি কষ্টের নিঃশ্বাস ছেড়ে প্রশ্নহীন দৃষ্টি কেন
মায়ের বুকে এমন কি অজস্র শব্দহীন প্রশ্ন জাগে
কত বার জানতে চেয়েছি আকুল আবেদনে কিন্তু
শুধু মুখে মধুর হাসি মেখে বলেছে সুখী হও তুমি
মায়ের আশীর্বাদ নিয়ে বের হলাম জগৎ পথে ।


ফিরিলাম কত দেশ দেশান্তর সব মমতা ভুলে
প্রবাসে যখন কোন কষ্টের ছায়া নেমে আসত
মা তখন দাঁড়াতেন পাশে মায়া আচঁল নিয়ে ।


ডুবেছি কোন গভীর স্রোতে হঠাৎ উঠেছি ভেসে
মায়ের অদৃশ্য আদর টানে শুভ দোয়ার সম্মানে
যখনি আকাশ পানে তাকাই এক টুকরো মেঘ দেখি
সর্বদা ছায়া দিয়ে ঢেকে রাখে আমার শরীর
নির্বাক নয়নে প্রশ্ন জাগে মনে কে তুমি মমতায় ।


তখন শান্ত শীতল বায়ু জানিয়ে দেয় তার পরিচয়
সে আর কেউ নয় আমার গর্ভ ধারিণী মায়ের দোয়া
অজস্র রূপে আমার চারিপাশে সুখ শান্তি কামনায়
দু'হাত তুলে আচঁলে ঢেকে অসীম মমতায় আমার মা ।
____________
১৫/০২/১৬..এথেন্স,গ্রীস