এক সময় বৃষ্টির স্পর্শে আবেগতাড়িত হতো মন
এখন প্রায়ই শিশিরের কোমল স্পর্শে
স্পন্দিত হয় হৃদয়,
তারপরও অসহ্য শূন্যতা-
কি যেন নেই, কার যেন স্পর্শের অভাব,
কবেকার মনোহর মনে আজ হেমন্তের কুয়াশার চাদর।


সেই কবে করছি শিশির স্নাত কারো পায়ের স্পর্শ
বেধ করেছিল আমার কর্ণকুহর।
মনের মধুর স্পন্দনে-
হৃদয়ে পালিত ভালোবাসা জেগে উঠেছিল
এক দীর্ঘ বিরতির পর।


সে সব শুধু আমার ছিল আয়োজন
আমার মনের আত্মসমর্পণ।


মর্মর শব্দে হেমন্তের ঝরা পাতার সাথে
প্রতিদিন আমার শরীর হেঁটে যায় নির্বাক হয়ে
গাছের ঝরা পাতার সাথে হয় একাকী বন্ধুত্ব।
তবুও কেউ ফিরে তাকায় না এদিকে,
দীর্ঘশ্বাস ফেলে এখনও চমকে তাকাই কারও অপেক্ষায়।
__________________
রচনাকাল: শুভ্র সকাল ৮.৪৫ মিনিট
২ মে রবিবার ২০২১ খ্রিষ্টাব্দ  
১৯-ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®