আমি ও আমার কবিতা এখন খুব গল্প করি
বিগত দিনের গল্প আগামীর প্রত্যাশায়  
মাঝে মাঝে কবিতা আমাকে ডেকে নিয়ে যায়
গভীর অরণ্যে ছায়াবীথি তলে
কখনো দুধেল ভোরে শিশির ভেজা প্রান্তে
কলমীলতার ঝিলে, পদ্ম পুকুর ঘাটে
ডাহুক ডাকা বিকেলে নীরব কাশফুল বনে।


কখনো ডাকে ষোড়শী সন্ধ্যায় ঘোমটা তুলে
করবীর সুবাসিত আঁচল উড়িয়ে
আমাকে ব্যাকুল করে রাত্রির মঞ্চে একা দাঁড়িয়ে
কখনো জোনাকি হয়ে অশ্রুর দহনে লিখে যায়
অজস্র বছরের মুছে যাওয়া বিরহের কাব্য
কখনো আমাকে অবাক করে খোঁজে স্বস্তির গন্তব্য  
নিষিদ্ধ রাতের মৌনতায় আমায় ডাকে।


কোকিল ডাকা ক্লান্ত দুপুরে কাছে আসে নিশ্চুপ
স্নিগ্ধ সমীরণের স্পর্শে অঙ্গরূহে জাগায় শিহরণ
আমি অপলক চেয়ে থাকি কবিতার দিকে
হঠাৎ শরীরের একটি একটি করে ভাঁজ খুলে দেয়
প্রীতি ভরা ভাঁজের প্রতিটি পাতায় সহস্র যুগের
স্মৃতির আল্পনা আঁকা,রংতুলির আঁচড়ে
চোখের পাতা হয় মলিন কাজল ধোয়া জলে।


আমি শান্ত্বনা দিয়ে বলি,ভয় নেই আছিতো পাশে
এক অনাবিল সুখের পরশ জাগিয়ে মনে
মাথা রেখে আমার কাঁধে অনিন্দ্য কালের কবিতা
রচিত হয় মনের আঁচড়হীন ক্যানভাসের বুকে
আবার শুরু হয় গল্পের আসর নির্দ্বিধায়
লিখে যাই আমি, হাসে কবিতা পাশে দাঁড়িয়ে
আমি নির্বাক চেয়ে থাকি কবিতার দিকে নিষ্পলক।  
_______________________
শুক্রবার ৬ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ
Friday 22 September 2017 খ্রীস্টাব্দ
Al-Jumma'a ২ মুহাররাম 1439 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®