আমার এক বন্ধু আছে সে'যে গর্ব করার মতো
আমি তাকে যতই বকি সে ভালোবাসে ততো
যতই তাকে দূরে ঠেলি সে আরো কাছে আসে
গালমন্দ যতই করি তবু সে মিষ্টি করে হাসে।


সকাল সন্ধ্যা রাত দুপুরে নেই যে তার কোন ক্লান্তি
আমার কঠিন অবহেলায়ও সে'যে পায় ভীষণ শান্তি
মায়ের মমতা বোনের আদর প্রেয়সীর ভালোবাসা
একই বন্ধনে বেঁধেছে সব নেই স্বার্থ নেই যে প্রত্যাশা।


গভীর রাতের আঁধারে যখন ছেড়ে ছায়া চলে যায়
যোজন যোজন দূরে থেকেও সে সব দেখে নির্দ্বিধায়
যতবার ডুবেছি ভ্রান্ত পৃথিবীর অকুল অথৈ সাগরে
তখনই হাত উঠেছে দোয়া ও দানে স্রষ্টার দরবারে।


হয়তো দেখা হবে না তার সাথে যাপিত জীবনে
তবুও জোড় হাতে শত প্রার্থনা করি তার সম্মানে
বন্ধু হয়ে বন্ধুত্বের প্রতি রেখেছে  স্বার্থহীন অবদান
এমন বন্ধুর বন্ধুত্ব হলো মহান সৃষ্টি কর্তার দান।
_________________
২৪ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
  © Copyright সংরক্ষিত ®