তোমাকে হারাবার ভয় এখন আমাকে তাড়া করে না মোটেও
তোমার অভিমানী সুর আমাকে আর কাঁদায় না
তোমাকে না দেখার হাহাকার আর চোখের ক্লান্তি বাড়ায় না
কথোপকথনে তোমার চুপ করে থাকাও আর ভাবিয়ে তোলে না
তোমাকে ছাড়া আমি বাঁচতে শিখেছি....


এখন স্বপ্নেরা আর আড়মোড়া দিয়ে উঠে না হৃদয় উঠোনে
ব্যথার তানপুরা জাগায় না মনের গহীনে কষ্টের সুর
ব্যথিত হৃদয়ে দোলা দেয় না তোমার প্রিয় মুখ
এখন আর অপেক্ষায় থাকি না মুঠোফোন বেজে উঠার
থাকিনা কোন যান্ত্রিক ডাকবাক্সে পত্রের প্রত্যাশায়
তোমাকে ছাড়া আমি বাঁচতে শিখেছি....


সময়ের আবর্তে নিজেকে জড়িয়ে সকল ব্যস্ততায় এভাবেই  
হাসিমুখে করে যাই গল্প, করে যাই সুখের অভিনয়
মিথ্যের মুখোশে মাতিয়ে রাখি জগতের রঙ্গমঞ্চ
জানি এভাবেই কেটে যাবে দিন, নিঃসঙ্গতায় কাটবে রাত
ভালোবেসে একদিন নিথর হবো তাও তোমায় দেব না অপবাদ
সত্যি তোমাকে ছাড়া আমি বাঁচতে শিখেছি....


__________________
রচনাকাল: হলুদ দুপুর ১.৪৫ মিনিট
৯-ই মে রবিবার ২০২১ খ্রিষ্টাব্দ  
২৬-ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®