আমি --------- !!!!!!
আজ হয়তো অনেক বড় হয়ে গেছি
তাইতো এখন পাইনা খুঁজে,
আমার পুরনো চেনা ঠিকানার হদিস।


নিদারুণ সময়ের স্রোতের অন্তরালে
একে একে হারিয়েছে বছরের ঢেউ
হৃদয় দিয়ে ভালবেসেছিলাম যাকে
তার পাশে দেখি আজ অন্য কেউ।


যখন -------- !!!!!!
জীবন জীবনের ঘষায় যখন জ্বলে প্রেম
আমি তাই খুঁজি নির্বিশেষে,
ধরতে চাই আলেয়া'কে ভ্রমদৃষ্টিতে হেসে।


সময়ের দাপটে চলে যায় সবই
প্রেম,কলেজ বন্ধু মহল-অফিস
জীবন সিলেবাসে যবনিকা টেনে
কোথায় হারায় না দিয়ে নোটিশ।


তখন ------- !!!!!!
তারার পাহারাদার হয়ে নিঢাল চোখে
ফিরে আসতে হয় পুনরায়,
পৃথিবীর সব মায়া জমে উঠে কাঁচের গ্লাসে।


ভাঙা বুতামের আঁচড়ে বিক্ষত বুক
ভেঙ্গেছে হৃদয় তবু বাকি কিছু সুখ
কখনোই কেউ বলে দিলনা আমার
আর কি হারালে তোমায় পাওয়া যায়।


অবশেষে ----- !!!!!!
জীবনের সব দাগ মুছে ফেলে নির্দ্বিধায়
খুব ভালো আছি আমি,
লিখে যাই অনিয়মের ভাঁজ করা কবিতায়।
_________________
রচনা : গভীর রাত ১২.৪৫ মিনিট
২১'মে মঙ্গলবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®