আমি শুদ্ধ হবো বলে হেঁটেই চলেছি মেঘসিঁদুর সন্ধ্যায়
অচেনা গলিতে সিন্ধুর তীরে কৈলাশী সময়ের বিশ্বাসে
নীলকন্ঠী গর্জনের অন্তরালে পুরুষ্টু নিতম্বে অশান্ত ঢেউ-এ
আকাশের নীলাভ গালিচায় সুপ্ত দহনে আমি শুদ্ধ হবো।


সময়ের রূপালী যৌবনের ভাঁজে ভাঁজে প্রণয়ী ঠোঁটে আঁচড়ে
নির্বোধ অহংকারে আন্দোলিত শিশির ভেজা পুষ্পের বুকে  
অমৃতের পরশ পাথর হাতে নিয়ে নিস্তব্ধ দ্বীপান্তরে যাবো
হেমন্তের অপরাহ্নে কালোপানির কালোজলে আমি শুদ্ধ হবো।


অক্ষুণ্ণ স্মৃতির পাতাগুলো নীল জলে নির্বাসন দিয়ে নীরবে  
অহমিকার প্রাচীর ভেদে সত্যের নিষ্ঠুর কাঠগড়ায় দাঁড়িয়ে
শান্ত অর্ণবের ক্ষয়হীন স্রোতে মৃত্যুহীন স্বপ্নময়ী ভাবনায়
অলিক আঁধার দ্বীপপুঞ্জের নীহারিকায় আমি শুদ্ধ হবো।


নিয়তির নিষ্ঠুর করাঘাতের শব্দে যেখানে দিগন্ত কেঁপে উঠে
আকাশ বিদীর্ণ করা সুতীব্র অনুপ্রাণনের এক আত্মচিৎকারে
জীবনের প্রথম চাওয়া আর শেষ প্রাপ্তি রেখে মনের আড়ালে
অন্তরের সব অতৃপ্ত বাসনার সমাধি গড়ে আমি শুদ্ধ হবো।  


জীবনের প্রজ্বালিত পাণ্ডুলিপি হাতে দ্বিধাহীন সুপ্ত বিশ্বাসে
তীব্র আকাঙ্ক্ষাগুলো আবশ্যিক ভেলায় ভাসিয়ে নির্জনে
নিঃশব্দতার চোরাবালিতে ছন্নছাড়া পথিকের রঙতুলিতে
সন্ধ্যার জ্বলজ্বলে ধ্রুবতারাকে সাক্ষী রেখে আমি শুদ্ধ হবো।  
________________
০৯ ফেব্রুয়ারি ২০১৭ এথেন্স গ্রীস
   © Copyright সংরক্ষিত ®