একটি দর্পণের আড়ালে,দু'পাশে দু'টি জীবন
দু'জনেরই বসবাস আজন্ম বিলাসীতায়
মুখোশের অন্তরালে লুকিয়ে থেকে
নীরবে নিঃশব্দে প্রেমে ও প্রত্যয়ে।


ভীষণ পাশাপাশি স্বপ্ন ঘেরা দু'টি জীবন  
স্পর্শহীন প্রতিবিম্ব দেখে দর্পণের অবয়বে
এপাশে জন্ম নেয় স্বপ্নীল শত শব্দগুচ্ছ,
ওপাশে অঢেল প্রত্যাশায় ঘেরা মন
কিন্তু কেউ জীবনের কাছে পৌঁছাতে পারে না।


তবুও একটি নব্য নধর দিনের আশায়
বেঁচে থাকে অজস্র স্বপ্ন, জীবনের সাথে,
বিজন বাঁকে, অধীর প্রতীক্ষায়-
আমি একে একে দিন গুনে যাই,
কবে অতিক্রম করবে নিজস্ব সীমানা
যার আত্মঘাতী আঘাতে-নির্দ্বিধায়  
একদিন নিষ্পিষ্ট হবে আরশী নতুবা জীবন।
___________________
রচনাকাল: শীতের সন্ধ্যা ৮.২০ মিনিট
৬ফেব্রুয়ারি শনিবার ২০২১খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®