আজ আমার মন খারাপ
মনের উঠোনে জমেছে কৃষ্ণকালো মেঘ,
এই একাকীত্বই আমাকে মেরে ফেলতে চায়
অসহায়ত্বের দহনে কাতর করে।
জীবনের এই জন অরণ্যে
এই একাকী মানুষগুলো খুব কষ্টে থাকে  
কারণে অকারণে তারা কষ্টে থাকে,
হয়তো জোর করে মিথ্যে বলে, ভালো আছি,
অসহায় হয়েও বলে, খুব ভালো আছি,
হয়তো তাদের ভালো থাকতেই হয় কথার আঁড়ালে
ভালোবাসা মানুষকে সত্যি অসহায় করে দেয়।


আমি খুব করেই জানি
ভালো না'হয় না'ইবা বেসেছিলে আমায়
মন থেকে নিরন্তর ভাবে
তবুও জানি বেশ ভালো করে,
আমি তোমাদের হৃদয় সৈকতে এসেছিলাম,
ভালোবাসার নুড়ি কুড়াতে।
বিনিময়ে এক আকাশ অবহেলাই না'হয়-
কুড়িয়ে নিলাম পরম যতনে,
মনের ফ্রেমে বাঁধা তোমার ছবির দিকে চেয়ে
মন খারাপের এই প্রহরে খুব জানতে ইচ্ছে করে
আচ্ছা তুমি কি আগের মতোই আছো
নদীর মতো শান্ত, শিথিল, সুগভীর
ষোড়শী জোৎস্নার মতো উজ্জ্বল।
___________________
রচনাকাল: উজ্জ্বল সকাল ৭.১৫ মিনিট
১৭ফেব্রুয়ারি বুধবার ২০২১খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®