কপালের ভাঁজে বিলুপ্ত অস্তিত্বের রেখা আজো বাকি
সময় কেটে গেছে সময়ের খাতায় রেখে কিছু স্মৃতি।


হেঁটে যাওয়া পথ আমায় ডাকে সেই নব আবেদনে  
কারো চুড়ির মধুর ধ্বনি আবার আমায় পিছু টানে।


একটু একটু করে জমানো প্রেম মোম হয়ে ঝরে যায়
পিছনে ফেলে আসা আবেগ হীন নিশ্বাসের উষ্ণতায়।


নিবিড় বেদনা ঢেকে চলি অসীম আকাশের আবরণে
গোপন সেই প্রেম আমায় করবে অমর এ'নব জীবনে।


বিবর্ণ হয়েছে মনের সব সুখেরা হলুদ পাতার ন্যায়
আজ সোনালী স্বপ্নগুলো রংহীন এই চোখের তারায়।


সবুজ ঘাস আর শিশিরের ভালোবাসা দেখে নির্বাক
রাত জাগা ক্লান্ত পাখির অনুভবে ঝরে এক দীর্ঘশ্বাস।


ব্যার্থতার আড়ালে এ'জীবন হাসে চাঁদের কলঙ্কতায়
দিগন্তের সীমানায় বিজুলির সেই নির্বাক চঞ্চলতায়।


যদি তোমাকে ছোঁয়া যেত এক বার স্বপ্নের ডানা মেলে
শিশিরের স্পর্শে বৃষ্টির পবিত্রতা দিতাম জীবনে ঢেলে।
____________
২৫/০২/১৬..এথেন্স,গ্রীস