অতীত তুমি স্বপনে জাগরণে বেঁচে ছিলে
আমার হৃদয়ের গহীনে কষ্টকাঁটা হয়ে
মিথ্যে প্রতিশ্রুতির আল্পনার তুলির আঁচড়ে
অপ্রার্থিত কিছু ভেসে উঠবার প্রয়াস হয়ে
অনিদ্রার ঠাণ্ডা ঘরে ভাঁজ পড়া বিছানায় শুয়ে
বিনিদ্র রজনীর বুকে বেঁধেছিলাম
শত রঙের মাধুরী মেশানো সুখের সংসার
তাদের সাথে পাল তুলে হারিয়ে ছিলাম ভ্রান্ত মায়ায়
আকুল হয়েছিলাম আনমনে নিজেও
জ্যোৎস্না ভেজা রাতের একাকী সঙ্গোপনে
ব্যাকুল হয়েছিলাম অজানা আনন্দে।


হঠাৎ করেই দিন দুপুরে জীবনের শুভ্র আকাশে
নেমে এলো জীবনঘাতি কালবৈশাখী ঝড়
নিমিষে বিজলীর শীৎকারে চুরমার করে গেলো
আগামীর আনন্দ ভরা সকল সুখের আয়না
আমি চেয়ে চেয়ে দেখলাম নিশ্চুপ অশ্রু চোখে
হৃদয়ের অনন্ত আকাশে বিধ্বস্ত সংসার।


আবারও আমি নিঃস্ব হয়ে গেলাম অবশেষে
আবারও আমি একা,ঈশ্বরের মতো একা
একা আগমনের ঘণ্টা বাজিয়ে এসেছিলাম ভুবনে
দিনে দিনে প্রতিনিয়ত আমি হয়েছি একা
রয়েছি একা এবং প্রস্থানও একাই।
_____________________
রচনাকাল: নির্বাক সকাল ৮.৫০ মিনিট
২৪ মার্চ বুধবার ২০২১ খ্রিষ্টাব্দ
১০-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®