আমি তোমার বন্ধু হবো !
যখন চোখের পাতায় ঘনাবে গাঢ় সন্ধ্যা,
মনের আকাশে তারা যখন ঝরে পড়বে অশ্রু হয়ে.
একা জেগে মধ্যরাতে নির্ঘুম স্তব্ধ আঁধারে,
বিরহের দ্বারে বসে একা একা কাঁদবে নীরবে
ধূলো ঢাকা স্বপ্নগুলো কাজল রেখা এঁকে অধর যুগলে,
যখন নিজেকে মনে হবে অসহায়,
আমি চুপটি করে এসে ছুঁয়ে যাবো তোমায়
আগামীর সুখের স্বপ্ন দেখাবো।


আমি তোমার বন্ধু হবো !
এই শ্রান্ত পৃথিবীর ক্লান্তিকর পথে হেঁটে,
না পাবার যন্ত্রণা যখন আরো গভীর থেকে গভীর হবে,
আঁচলে লুকোবে শত সহস্র অশ্রুকণা,
স্বপ্নের নীল চাঁদর উড়িয়ে মনের ব্যথাগুলো  লুকিয়ে
একটু হাসার ছলে কিছু দূর দু'জন মিলে হাঁটবো,
দোলন চাঁপার সুগন্ধ ছড়াবো, কথায় কথায়,
মেঘের আল্পনা দিযে রঙধনু সাজাব কম্পিত ঠোঁটে,
আনন্দহীন প্রহরে হাসি ফোঁঁটাবো।


আমি তোমার বন্ধু হবো !
প্রভাত ফেরিতে, আজানের ধ্বনিতে,
প্রার্থনার মঞ্চে বসে ভবিষ্যতের দারুণ শুভ কামনায়
সেজদায়, নত শিরে, জোর করা হাতে,
জীবনের আশাতীত প্রত্যাশায় শুধুই তোমায় চাইবো,
নিরানন্দের বিকেলের গালিচায় পাশে দাঁড়িয়ে  
কোজাগরী স্বপ্নগুচ্ছ বেঁধে দিবো আঁচলে
অপ্রাপ্তির হিসেবের যবনিকা টেনে, খুশির আঁচড়ে
অতঃপর বন্ধুত্বের অর্ণবে ভেলা ভাসাবো।


আমি তোমার বন্ধু হবো ! ! ! !
_________
<> আজীমি <>