নিবিড় কুয়াশায় ঢেকেছে চারপাশ
সন্ধ্যা মাধুরী স্নিগ্ধ আবীর সাথে নিয়ে
নিমিষে হারিয়েছে দূর অজানায়
ঘনকালো আঁধারে আমিও বন্ধ করলাম নিভৃত জানালা
ঘর করলাম অন্ধকার অমাবস্যার মত।


এখন শুধুই ভালোবাসা বিলাবার সময়
এখন শরতের পেঁজা তুলো মেঘ হওয়ার সময়
বৃষ্টির ফোঁটার ধ্বনিতে অবিরাম সুখের ছোঁয়া মাখা।
আমার তীব্র যৌবন খরস্রোতা নদীর মত
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় নৃত্য করে চলে অবিরত
বৃষ্টির মুখরতা জড়িয়ে শরীরে তুমি আসবে
কেউ দেখতে পাবেনা আমাদের এই আঁধারে।


কাটবে কিছু সময় চুপিসারে
পাশাপাশি দু'জনার নিভৃত শয়নে  
তোমার শরীরের ঘ্রাণ নেবো প্রাণ ভরে
তুমিও নেবে আমার গন্ধ বৃষ্টি ভেজা বাতাস থেকে।


এই আঁধারে সব কিছু দেখা যায়
ভাল করে অনুভব হয় ভিতর বাহিরে
আমি ভাল করে দেখতে চাই সব যা আছে লুকানো
তোমার সকল রুদ্ধ দরজা জানালা খুলে
চন্দন চর্চিত ললাট বসন্তের বিকেলের মত
পুষ্প বিছানো বুকের নিঃশ্বাসের ঘ্রাণ  
তোমার নদী, সাগর, অন্তরালের ত্রিভূবন
দু'হাতে সরিয়ে সকল আবরণ এই বৃষ্টি ভেজা রাতে
আমার অন্ধকার মনের ঘরে আস তুমি।
______________
১৩/০৬/১৬.....এথেন্স গ্রীস
© Copyright সংরক্ষিত ®