চন্দ্রমল্লিকা ------- !!!!!!
একটি রজনীগন্ধা হেসে উঠুক তোমার রাঙা ঠোঁটে
সূর্য উঠুক প্রতি ভোরে এক আকাশ আলো নিয়ে
জ্যোৎস্না লাবন্য হয়ে ঝরুক তোমার আঙিনায়
এক ষোড়শী চাঁদ নেমে আসুক তোমার অলিন্দে।


চন্দ্রমল্লিকা ------- !!!!!!
আমিও আলো না হয়ে ভোর হবো তোমার প্রভাতে
সকালের স্নান সেরে পাতা রঙের শাড়ি পড়বে তুমি
আমার চোখের তারায় জ্বলবে তোমার হাসির সূর্য
আমি তোমার পানে নির্বাক চেয়ে রবো অনন্তকাল।


চন্দ্রমল্লিকা ------- !!!!!!
তোমার অভিমানী চোখের কালো কাজলের ছোঁয়া
আমার দ্বারে দাঁড়ায় হেসে সন্ধ্যার মায়াময়ী প্রহরে
আমার হৃদয় জানালায় প্রেম জাগায় প্রতি মুহূর্তে,
স্বর্ণালী রূপ সাগরের নরম ছোঁয়া আমায় ছুঁয়ে যায়।  


চন্দ্রমল্লিকা ------- !!!!!!
কখনো ভাবি তোমায় আমার নির্জন একাকিত্বে
স্যাঁতসেঁতে বিছানায় ডেকে নিয়ে নিজ আনমনে
আলিঙ্গনে বেঁধে তোমায় অনুভূতির শান্ত অনুভবে
আমি আপাদমস্তক বেঁচে উঠি তোমার অপেক্ষায়।
________________
রচনা : শান্ত দুপুর ২.৪৫ মিনিট
২২'মে বুধবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®