আলোকিত জীবনে ধূসর হাতছানি ম্রিয়মাণ  
অগণিত আলোকবর্ষ দুর থেকে,
সত্যের আনন্দটুকু নিয়ে জেগে উঠি প্রভাতে
শ্বাস নেই ভোরের নির্মল বাতাসে।
একটু একটু করে স্বপ্নের মৃত্যু হয় প্রতিদিন,
শীতল হই নীল ঝড়ের ঝাপটায়
মোহাচ্ছন্ন কল্পকথা থেমে গেছে বাস্তবতায়,
তবুও থেমে থাকেনি জীবন,
অবিরত টিক'টিক করে অচেনা অজানা গন্তব্যে।  


আজ আমি রাতের মতো একা,
ভুলে নয় স্ব-জ্ঞানে আছি নিশ্চুপ নীরব
ধূর্ত মানুষ হতে পারলাম না বলে প্রতিনিয়ত
জীবনের পথে ব্যর্থতার অভ্যাস প্রতি প্রহরের দ্বারে  
এখন আর অপেক্ষার প্রভাত ডাকে না
মায়ার আলোর স্নানে, শিশিরের স্নিগ্ধতায়,
স্মৃতি জমা এই জীবনের ভার বয়ে যাবো এভাবেই
আমৃত্যু অনুক্ষণ স্মরিব তোমাকে,


শুধু জেনে রেখো তোমাকে ভালোবেসে ছিলাম,
ভালোবাসি, ভালোবেসে'ই যাবো।
___________________
রচনাকাল: আঁধার সন্ধ্যা ৮.৫৫ মিনিট
০৪-ই জানুয়ারী মঙ্গলবার ২০২২ খ্রিষ্টাব্দ  
২১ - এ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ
১-ই জমাদিউল আখির ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️