মনের গভীর অতলে প্রেম পিপাসায় কাতর হয়ে
একদিন হয়তো ভালোবাসা পেতে ছুটে গিয়েছিলাম,
আলোকবর্ষের দূরত্ব অতিক্রম করে নির্দ্বিধায়
হয়তো গভীর ভালোবেসে তোমাকে
তাই গিয়েছিলাম রাতের শুভ্র হিমে,
শেষ প্রহরের জ্যোৎস্না নিয়ে।
কাতর হৃদয়ের বুকে-সেদিন জমেনি
শিশিরের হিমেল ভালোবাসা,
তাই তো বলি দূর অস্তমিত-নীলাভে
আবিরের রঙে যেন-ভালোবাসা মেখে ছুটেছে
ঋতু বদলের মতো হয়তো মাঝরাতে
মৌসুমীর কুহকীর স্বরে কাঁন্নাতে-
সেদিন যেতে পারিনি, চিনতে পারিনি তোমাকে।


রাতের শীতল কাতরে খেজুরের রস জমে হাঁড়িতে
সেদিন রসে রসে প্রিয়-মনে পড়েছে তোমাকে
তোমাকে ভালোবাসতে গিয়েও যেন
ভালোবাসতে পারিনি-মনের সুরে মনকে বাঁধতে পারেনি
পারিনি মনের ভাষা আবৃত্তি করতে।
নারকেল গাছের পাতার ফাঁকে ফাঁকে
যখন চাঁদের মৃদু আলো ভাসে
তখন পৃথিবীর রূপ যেন মরণের মাঝে এসে
নতুন পৃথিবীর স্বপ্ন গড়ে তোলে
আমার ভালোবাসা তাই পৃথিবীর বৃহৎ অরণ্যে
রঙিন রঙে রঙে খেলা করে-
তবুও তোমার ভালোবাসা ভুলতে পারিনা
ভুলতে পারিনা তোমার-কাতর ভালোবাসার অনুভূতি
তাই পথে পথে আজো দেখি নির্বাক
সেই সব ভালোবাসার মন-জগত রঙিন করে।


ফেলে আসা প্রত্যাশার স্বপ্ন ভেঙে  
সে রাতে হয়তো জেগেছিল অজস্র জোনাকি
অমলিন ভালোবাসার স্টেশনের পাশে।
____________________
রচনাকাল: উজ্জল সকাল ১০.১৫ মিনিট
১৪-ই জুন সোমবার  ২০২১ খ্রিষ্টাব্দ  
৩১-ই জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®