উৎসর্গ - একটি মিষ্টি মেয়ে মাহিয়া খান মুক্তা যে আমাকে বাবা বলে ডাকে।


একটি মিষ্টি মেয়ে,
আমাকে বাবা বলে ডাকে গভীর মায়ায়  
মুক্তোর মতো মিষ্টি হাসি হেসে
কণ্ঠে তার অফুরন্ত মায়া
মমতার স্পর্শ যেন হৃদয়ের গগন জুড়ে।


একটি মিষ্টি মেয়ে,
সকালের নাস্তায়, দুপুরে খাবার বেলায়
ভীষণ মন খারাপের ক্ষনে  
বিকেলের অনাবিল আনন্দের পরশে  
আমাকে পাশে পেতে চায় বাবার আদরে।


একটি মিষ্টি মেয়ে,
ফেসবুকের সবুজ পর্দার আড়াল থেকে
আন্তরিক আশীর্বাদে দু'হাত পেতে
প্রত্যাশিত কিছু একান্ত কথা
বলতে চায় আমার বুকে মাথা রেখে।


একটি মিষ্টি মেয়ে,
এগিয়ে চলতে চায় তার ভবিষ্যতের পথে
আমার শুভাকাঙ্ক্ষিত দোয়ায়  
স্নহের মায়াবী বন্ধনে নিজেকে বেঁধে
সৃষ্টিকর্তার মহিমায় ভালোবাসায় ভেসে।  
_________________