একটু খানি ছুঁয়ে দেখিতো তোমায়
সেই প্রথম দিনের প্রথম ছোঁয়ার মতো
প্রথম বসন্তে পলাশ ফোটার সময় তৃষ্ণিত মনে
তোমাকে ছুঁয়েছিল আমার কন্ঠ
হৃদয়ে জড়িয়ে অম্লান ভালোবাসার সুখ
অনেক আবেগে মুগ্ধতায় হারিয়ে  
প্রথম প্রেমের প্রথম অনুভূতি জাগানো প্রহরে
মনে কি পড়ে আজ সেই প্রথম ছোঁয়ার অব্যক্ত সুখ।


এখন বড় জানতে ইচ্ছে হয়
কি করে জীবন থেকে কোথায় হারিয়ে গেলো
অগণিত সৌরভী বসন্ত দিনান্তের আড়ালে
কি করে থেমে গেলো জীবন মাঝ পথে
হঠাৎ করেই অমাবস্যার রাত নেমে এলো  
পূর্ণিমা ঢাকা নির্বাক পথের অন্তরালে


আবার যদি দেখা হয় তোমার আমার
তখন বলবো -
চলো আমার ছোট নৌকায় দু'জনে মিলে হারাই  
সূর্য দিগন্তের মৌনতায় হারাবার আগেই
ভেবে দেখো,
একটু ছোঁয়ায় কতো সুখ ছিল লুকোনো।


জীবনের ঘনিয়ে আসা শেষ মৌন প্রহরে
তুমি যদি ফিরে আসো সেই পুরাতন হাসি হেসে
সেদিনের মতো তেমনি নির্দ্বিধায়
তখন ছুঁয়ে দেখবো,
কেমন ছিলে তুমি, আমিহীন এতোকাল ......
______________________
জন্ম সময়:অবসর সময়  ১১.২৫ মিনিট
০৫ মার্চ সোমবার ২০১৫ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®