প্রতিদিন কিছু কিছু পথ হেঁটে চলেছি সেই কবে থেকে
তবুও রাতের অন্ধকারে আবার হারিয়ে গেলাম
অফুরন্ত পথের দু’ধারে প্রকৃতি আর জীবনের মহামিলনে  
তার অনেক কিছুই থেকে যায় নিয়তির আড়ালে  
কিছুটা অজানায়, জানা হবে না কোনদিনও।


কখনও না- কোনদিনও আর সে সব জানা হবে না
কেনো কিছু প্রিয়মুখ দূরে চলে যায় কিছু না বলে
স্বার্থের আঘাতে কেন ছুঁড়ে ফেলে দেয় দূরে
কেনো কেউ প্রতীক্ষার প্রহরে বাঁধা পড়ে থাকে
নিরেট প্রত্যাশার দুয়ারে নির্বাক দাঁড়িয়ে!


কিছু ভুল বোঝাবুঝি ধূলি হয়ে রয়ে যায় পথের বাঁকে
কিছু কিছু পায়ের চিহ্ন স্পষ্টই থেকে যায় হৃদয় উঠোনে
কিছু ফুল সেভাবেই ঝরে পড়ে থাকে নীরবে
বিচ্ছিন্নতা নিয়ে যায় হেমন্তের হলুদ পৃথিবীতে
চূর্নবিচূর্ণ পড়ে থাকে আত্মগ্লানির স্তূপে।


মাঝে-মধ্যে দিগন্তে পথের সীমা দেখতে পাই যেন!
যেন ওখানেই পৌঁছে যাবো বলে আনমনে হাঁটি
না, তাও যেন সত্যি নয়; কোন সত্যি নেই এখানে
মানুষের এই একটা জন্মের অতৃপ্ত জীবনে।
এখানে প্রতিশ্রুতির সততা বলে কিছুই বাকি নেই।
__________________
রচনাকাল: হলুদ দুপুর ২.২৫ মিনিট
৫-ই মে বুধবার ২০২১ খ্রিষ্টাব্দ  
২২-ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত ®