হয়তো ঝরা পাতার শব্দে চমকে উঠবে এমনি করে,
হেলানো ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, একটু করে।  
নির্দয় সময় এসে মিশে যাবে বুনো পথের শেষ প্রান্তে,
হয়তো খুঁজবে জীবনের সুখ, নীরব নিবিড় একান্তে।
উঁকিদেবে আকাশে অচেনা মিহি বাঁকা হেমন্তের চাঁদ
আধখোলা জানালায় দাঁড়িয়ে ভাঙবে স্মৃতির বাঁধ।
হয়তো শিহরিত হবে একা একা,স্মৃতির পাতা চুমে
গভীর রাত হোক'না পাড় একফোঁটা উষ্ণ জাগরণে,
ঘুমের ইথারী ফিস ফিস ডাক এসে মিলে যাবে ভূমে,
ফেলে আসা অতীতের সুখগুলো আকুল অঘ্রাণে।


ক্লান্ত ছায়ায় হারিয়ে মায়া, খেয়াল ও খুশির মতন
ডুকরে কেঁদো'না এভাবে ভেবে সব আগের কথন।
জেগে থেকো অনেক রাত হালকা শীতের অনুভবে,
বিনিদ্র থেকো অনেকটুকু সময়, মগ্ন স্বপ্নের অনুরাগে।  
এসো হেমন্তের ঝরা পাতা হয়ে,জীবনের নিবিড় পথে,
গভীর রাতের শীতের চাদর জড়িয়ে,উষ্ণ উমের রথে।
লজ্জাবতী যেমন ধীরে পেখম মেলে নীরবে দাঁড়ায়
আগ বাড়ি-এ ভোর রাতে একাকী সুগন্ধ ছড়ায়।


আমি ছিলাম আমি আছি আমি থাকবো নিষ্পাপ ভাবনায়
জীবনের পদে পদে প্রতি ছোঁয়ায় প্রতিটি অপ্রাপ্ত কামনায়।
ভাববে ঠিক তেমন-ই আছি, ছুঁয়ে এখনো অজস্র যতনে,  
টের পাবে তুমি ঠিক বুকের বাম পাশে গভীর হৃদকম্পনে।
__________________
রচনাকাল: শুভ্র সকাল ৭.৪০ মিনিট
২০ নভেম্বর শনিবার ২০২১ খ্রিষ্টাব্দ
৫-ই  অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ
১৫-ই  রবিউল আখির ১৪৪৩ হিজরী
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত