কতটা পথ পাড়ি দিয়ে যায়
কষ্ট স্মৃতির নির্জন প্রান্তে একাকী
ভঙ্গুর সময়ের হাতে হাত রেখে নেপথ্যে,
জীবনের যাত্রাপালার মঞ্চে
নির্বোধ হাসি ও কান্নার অভিনয়ে
সহস্র স্বপ্ন কাকলীর আবেগী মেঠোপথে।


অনাহুত অনুক্ত আয়োজনে
অপ্রত্যাশিত দ্বন্দ্ব দ্বিধার বিজনে
মায়াহীন পৃথিবীর অট্টহাসির নির্দয়তায়।
নিশুতি রাতের নোনা জলে
ভেজানো অগণিত পদধ্বনি শুনে  
বিষাদের নোঙ্গর করা আনন্দের বহতায়।
  
ভুল স্বরলিপির ভ্রান্ত সুরে
গেয়েই চলে তার জীবন সংগীত
অবাঞ্ছিত প্রত্যাশার প্রবাহিত যবনিকায়।
এক বিন্দু থেকে জন্ম নিয়ে
লহরীহীন নিরুদ্দেশ তটিনীর মতো
অবশেষে মিলে যাওয়া অজানা শূন্যতায়।  
___________________
লিখন কাল:নির্ঘুম সকাল ৭.৪০ মিনিট
০১'লা অগাস্ট বুধবার  ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®