একমুঠো অভিমানী মেঘ এসে আমার দ্বারে
ভিজিয়ে গেলো তৃষ্ণার্ত উঠোনের ঘাস
আমি অবাক নয়নে অবরুদ্ধ জানালায় দাঁড়িয়ে
হারিয়ে গেলাম শৈশবের প্রান্তে সবুজ ঘাসের গালিচায়
বৃষ্টি ভেজা রক্তিম কৃষ্ণচুড়া র ছায়ায়
বাতাসের ঢেউ খেলানো শুভ্র কাশবনের ধারে  
কুলকুল বয়ে চলা নদীর সৈকতে
একটি মোচারখোলার নৌকা নিয়ে  
অঢেল আনন্দ উল্লাস,আরো কতো কি !!!
অথচ ----- এখন আমি
নির্বোধ সময়ের পদচারণায়
আঁটোসাটো জীবনের অদ্ভুত একটা মুখোশ পরে
মলাট বন্দী অসংখ্য প্রত্যাশা নিয়ে
অবাধ্য সময়ের টানাপোড়নে
নির্বাক ছুটেই চলেছি,
গন্তব্যহীন গন্তব্যের সন্ধানে।
আঁধারের ক্লান্তি নিয়ে অবসন্ন সময়ের মুহুর্তগুলো
হাতছানি দিয়ে ডাকে, ফিরে পেতে চায়  
জীবন থেকে হারিয়ে যাওয়া সেই পুরাতন বাঁশির সুর
মন পাগল করা বাউলের গান
ঘাস ফড়িং একপশলা বৃষ্টি ঝরা সন্ধ্যা।
_________________
রচনা : গভীর রাত ০১.৪৫ মিনিট
০৮ মে বুধবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®