কখনও কখনও জীবনটাকে ভীষণ বিষণ্ণ মনে হয়,
যখন হারিয়ে যায় সব ভালোবাসা, ভালোলাগা।
নীল আকাশে কালো মেঘের আনাগোনা,
অসহনীয় এক একাকীত্বে।


কখনও কখনও জীবন ভারী রহস্যময়,নির্বাক প্রশ্নে,
ভালোবাসার তরুলতায় ঘেরা,এক অজানাপুরী।
আবেগশূন্য ভালোলাগার অস্থির সংলাপে,
নির্বোধ অভিলাষী ছোঁয়া।


কখনও জীবন থেমে থাকে নিয়তির কাঠগড়ায়,
অজানা প্রতাশ্যর দ্বারপ্রান্তে,একমুঠো চাওয়া।  
মনের কুটির তার আনাগোনা দ্বিধাদ্বন্দ্বে,
হারিয়ে যাওয়া ভালোলাগা।


কখনও কখনও জীবন হাসে স্রোতের গতি ধারায়,
সুখগুলো ভাসিয়ে নেয় নোনা জলের প্লাবনে।
শুধুই রয়ে যায় লবনের দাগ অধর যুগলে,
ভালোবাসার স্মৃতি হয়ে।


কখনও কখনও জীবন জঙ্গডিঙ্গা হয় অথৈ সাগরে,
ভেঙে দিয়ে সব জীবনের লেনদেন জনশূন্যে।
নির্মম পরিহাসে বিভোর নিয়তির অন্ধকারে,
দুমড়ে মুচড়ে সকল প্রত্যাশা।
___________________  
রচনাকাল: ক্লান্ত রজনী ১১.১৫ মিনিট
১৬ এপ্রিল শুক্রবার ২০২১ খ্রিষ্টাব্দ
৩-ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত