কলমিলতা, এক দিন গল্প করবো তোমার সাথে
নীরব ক্লান্ত দুপুরের নির্বাক মৌনতা জড়ানো লগ্নে
নির্জন পুকুরের শ্যাওলা জমানো পাথরে বসে
বলবো দৈনন্দিন জীবনের অগোছালো কিছু কথা
যে কথায় লুকোনো এক আকাশ অসহ্য ব্যথা।


ভেবেছিলাম, নীল গগনের শুভ্র পুঞ্জ স্বপ্ন ভেলায় ভেসে  
সীমাশূন্য তেপান্তরের জনশূন্য আঁচলে শিশির হবো,
জল পর্বণ মেঘের বুকে সন্ধানী শব্দের চাষি হয়ে
তাপিত হৃদয়ের মরুভূমিতে অনাদিকালের বৃষ্টি হবো
সান্ধ্য শশীর আধো আলোতে জড়াবো আলিঙ্গনে।


কে জানতো, শুভ্র স্বপ্নগুলো দুঃস্বপ্নের চোরাবালিতে
ইচ্ছেগুলো সমাধি দিয়ে অন্তহীন সময়ের স্রোতে
হতাশ্বাস হয়ে ফিরতে হবে হাসির অভিনয়ে
বুকের ক্রন্দন ঢেকে দু'হাতে বিস্মিত নক্ষত্রের পথ ধরে
পুনরায় ফিরে আসবো জীবনের নির্জন প্রান্তরে।


এভাবেই ঝরবে একদিন শুকনো পাতাগুলো স্বশব্দে
ঝাঁঝালো রোদের মরীচিকার গহীনে হারাবে  
চৌচির হয়ে যাওয়া অদেখা জীবনের জল-আয়না।


এখনো আবেগের বৈকুন্ঠি তরণীতে নিঃশ্বাসের তৃষ্ণায়
হেমন্তের পাতা ঝরা অবেলায় বিরহের আকুলতা নিয়ে
নিনাদের নিদ্রাহীন জ্বলন্ত প্রহরগুলো অনায়াসে
ব্যাকুল করে আঠারোর যৌবনের বাঁধন হারা হয়ে  
তখন খুব গল্প করতে ইচ্ছে করে তোমার সাথে।


কলমি লতা, একদিন আমাকে একটু সময় দিও
তোমাকে আমি গল্প শোনাবো, অপ্রাপ্তির গল্প  
যৌবনিকের হৃদয়ে দগ্ধ অশ্রুমতীর গল্প
মনের কারাগারের বাতায়নে বসা বিষণ্ণ মনের গল্প।  
__________________________
রবিবার ১৪ কার্ত্তিক ১৪২৪ বঙ্গাব্দ
Sunday 29 October 2017 খ্রীস্টাব্দ
Al-Ahaad 09 Safar 1439 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®