একদা একদিন কোন এক বকুল ঝরা ভোরে
একেঁছিলাম ভবিষ্যতের প্ৰতিচ্ছবি-নির্বাক মনে
এই অতৃপ্ত জীবনের কোরা ক্যানভাসে,
লিখেছিলাম ডায়রির পাতায় -কিছু প্রত্যাশিত কথা
আজ শতাব্দীর দ্বারে এসে খুঁজে পেলাম
শুকিয়ে যাওয়া পাপড়ির সুগন্ধ মাখা পাতায়।

মনে পড়ে স্বপ্নের শীর্ণ নদীর ঢেউ-এর ভাঙা আল্পনায়,
কত কি'যে হারিয়েছি জীবনের এই বহমান পথে
সুখ, ছন্দ, ভালোবাসা, অবহেলা ঘৃণা -
জীবনের চাওয়া পাওয়ার অনেক ভাঙা স্বপ্ন -তবুও
জীবনের এই বিপুলা সন্ধিক্ষণেও জানি না কি কারণে
বয়েই চলেছি আজো একাকী নীরব ব্যথা।


অনেক কিছুই দিয়েছে জীবন আমাকে- নির্দ্বিধায়
যৌবন, রুপ, সমৃদ্ধি, নামডাক, বেহিসাব প্রবঞ্চনাও বটে
এসবের মাঝে হারিয়েও আমি অনুভব করেছি-  
সেই একান্তে আঁকা ছবির অনিঃশেষ আঁচড়গুলো
দাগ কেটে গেছে হৃদয় নালীর তপ্ত রক্ত কণিকায়,
গভীর ঘুমের দেশের উল্লসিত এক স্বপ্নের মিছিলে।


প্রবাসের পথে, মোনালিসা গ্যালারিতে, ইফেল টাওয়ারে  
এথেন্স-এর বরফে ঢাকা রাজপথের শুভ্রতার ভিড়ে,
হেমলকের পান পাত্রে, নিঃসঙ্গ কফির কাপের উড়ন্ত ধুঁয়ায়
প্রতিটি প্রীতিকর ডাকে- কখনো নির্ঘাত অবহেলায়
গাদা গাদা ফাইলের স্তুপের আড়ালে নিজেকে লুকিয়ে  
কতভাবেই না প্রচেষ্টা ভুলানোর সেই কষ্ট অতীতের স্মৃতি।
__________________
রচনা: রোদেলা দুপুর ১,১০ মিনিট
০২ মে মঙ্গলবার ২০২৩ খ্রিষ্টাব্দ  
১৯-এ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ
১২-ই শাওয়াল ১৪৪৪ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®