আমাদের পরিচয় হয়েছিল এক ভার্চুয়াল গলিতে।  
এইতো সেদিনের কথা,এক নিদারুণ কণ্ঠে-
সময়ের তাড়নার দীর্ঘশ্বাস ফেলে বলেছিলে
নিদারুণ সুন্দর স্বপ্নগুচ্ছ ভেঙে বিদায় জানিয়ে,
হয়েছিলো নিরুদ্দেশ চেনা জানা পথে  
নির্বাক করে স্বার্থের পথ ধরে চোখের আড়ালে।
অথচ, কথা ছিল সব কিছুই সমভাবে ভাগাভাগির
বিছানা,বালিশ,প্লেট,আদর,হাসি,কান্না,
আমিও বিভোর ছিলাম ঐ প্রলোভনী কথায়,
ধীরে ধীরে বদলে গেলো সব একে একে
ঘোলাটে আয়নার কঠিন আস্তরণের আড়ালে,
আজ রয়ে গেছে শুধুই এক অপূর্ব কষ্টের স্মৃতি
কাঁচ ভাঙা ফ্রেমের অন্তরালে।


অতঃপর-
দু'চাকার মানুষ ঘুরে ফিরে একই স্বপ্নবুনে চলে
প্রতিনিয়ত নির্বিকার আত্মপ্রেমে মগ্ন হয়ে।  
জীবনের পটভূমি থেকে শূন্যতাকে অবসর দিয়ে
হৃদয়ের গভীরে পূর্ণতার প্রত্যাশা নিয়ে।
বিষণ্ণতা,দুঃখকে জয় করার অভিপ্রায় করে চলে
রুপালি চাঁদ আঁচলে ঢেকে হৃদয়ের তীরে।
নিরন্তর কামনা বেঁধে প্রত্যাশার ষোড়শী খোঁপায়
জীবনের পরন্ত বেলায় অপেক্ষার অঙ্গিকারে।
_________________    
লিপিক্ষণঃ বিকেল ৭.৪৫ মিনিট
১৬ জুন বৃহস্পতিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
২-ই  আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ
১৭-ই জ্বিলকদ ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®