কবিতা, তুমি কি লক্ষ্য করেছো ----
জীবনের বসন্ত দিনগুলো ধূসর হয়ে যাচ্ছে ক্রমশ
এখন বাতাস বড্ড ভারী লাগে, দমবন্ধ হয়ে আসে
বলতে পারো, কেন এমন হয় ?
দেওয়ালের দিকে শুধুই আড়চোখে তাকিয়ে থাকি
কোনো আনন্দই মনের দেয়াল ভেদ করেতে পারে না
জীবনে নেমে আসে অবহেলার অনাদরের সন্ধ্যা
নিয়তি হয়ে উঠে অনিয়মের জগৎ
সামনে আসে দ্বিধা ও অসমতার পাঁচিল
কোনো অপরাধ আর অপরাধ বলে মনে হয় না
অথচ ভালোবাসার প্রতিশ্রুতি নিয়ে
কতো বার খুলে ধরেছো তোমার স্বচ্ছতার শব্দপুরী
মনজগতের বিমূর্ত আচ্ছাদনে, সহসা সময়ে
জীবনে অনিয়ম অনেক লাঞ্চিত করেছে আমাকে
তবুও সব কিছু ভুলিয়ে নির্দ্বিধায়
শুধুই আগামীর চলার অঙ্গীকার নিয়ে
ছুটেই চলেছি গন্তব্যহীন গন্তব্যে।
____________________
লিখন কাল:নিচ্ছিদ্র সন্ধ্যা ৭.৪০ মিনিট
১লা ডিসেম্বর শনিবার ২০১৮ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®