আমার সব আবদার শুধুই তোমার কাছে
ঘুমের ঘোরে আধো খোলা চোখে মধুর আলিঙ্গন
এক নিদারুণ স্বর্গীয় উপলদ্ধির অলিন্দে নিয়ে যায় আমায়
আমি ভুলে যাই আমার নিজের অস্তিত্ব নিমিষে।

তোমার প্রতিটি ভালোবাসার স্পর্শ
উত্তপ্ত লাভার বিস্ফোরণ জাগিয়ে তোলে আমার হৃদয়ে
মুহূর্তেই এক আকাশ কামনা জাগায় রোমকূপে
মনে হয় জীবনের স্বার্থকতা এখানেই।


তুমি আমার জীবনের সেই নারী
যার আগমনে বসন্ত উদ্বেলিত হয়েছে জীবন কাননে
যাপিত জীবনের অবগাহিত ভ্রান্তি ভুলে
আমি প্রেমিক হয়ে উঠেছি, মানুষ হয়ে উঠেছি প্রতি পলে।  
  
সূর্যাস্তের পর যখন প্রচন্ড নিরালায় যখন বসে থাকি একাকী
তখন উপলদ্ধি করি তোমার কৃষ্ণচূড়ার ঠোঁটের স্পর্শ
আমি জানি সূর্যোদয়ের সাথে সাথে আমার যত ব্যাস্ততা
নিরানন্দের মাঝেও অনাবিল আনন্দ এনে দেয় তোমার অপেক্ষা।


আমি তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই
আমার দুঃখে কষ্টে বিরহে,বিষাদে,আকাশ সমান ভুলে,
কৃষ্ণপক্ষের আঁধারে অথবা  মনোহর নিশীথ জ্যোৎস্না রাতে।
সুখের প্রতিটি পরতে পরতে কিংবা আঁখিদ্বয়ে ঝরা প্রতিটি ফোঁটায়।
___________________
উপলদ্ধিঃ উজ্জ্বল সকাল ৯.৪৫ মিনিট
৪ অগাস্ট বৃহস্পতিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
২০-ই- শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
৬-ই মুহাররাম ১৪৪৪ হিজরী  
মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে
©️ Copyright সংরক্ষিত ®