জীবন নদীতে দাঁড় টেনে নির্বিকার ভেসে চলি
মৌনতায় ভরা নীরব মিছিলে,
অথৈ আঁধারে সাঁতার কেটে লবনাক্ত প্রহরে
ধোঁয়াশা ভেসে বেড়ায় হৃদয়ের সীমানা পেরিয়ে
ভীষণ মগ্নতায় সময়ের নির্লিপ্ততায়,
উত্তরহীন প্রশ্নগুলোর ঘূর্ণিঝড় বয়ে যায় হৃদয়ের গভীরে
ক্লান্ত জীবনের অস্তগামী সূর্যটাকে ধরতে চায়
অস্তিত্বের রেখাবিহীন হাতের মুঠোয়,
এখানে স্বার্থের লড়াই-এ বেড়েই চলেছে প্রতিদ্বন্দ্বিতা
জীবন মৌনতায় নেমেছে এসেছে সূর্য গ্রহণ,
তবুও নিজের সসীমতা মেনে নিয়ে
সামনে এগিয়ে যাই পড়ন্ত বিকেলের পথে।
একদিন হয়তো ব্যর্থতার বেড়াজাল অবরুদ্ধ হবে
গোধূলির করিডোর বেয়ে স্বপ্নের দ্বার রুদ্ধকরে
ব্যথার বিষণ্ণ নূপুর ঢেউ তুলে ডুবে যাবে সুখের জলে
একদিন ক্লান্ত হবে অপেক্ষার গাঢ় আঁধার
স্বপ্নরা ফিরে আসবে আবার নিমগ্ন অনুভবে,
স্বর্ণালী দিগন্তের ছবি স্বপ্নিল রঙের সোনালী আঁচড়ে
উচ্ছ্বাসী রঙিন জীবনের কোলাহলী ফ্রেমে
আগের মতো নির্মল ভোরের স্নিগ্ধতায়
শিশির সিক্ত সবুজ প্রান্তের মায়াময় মিতালীর নিরালায়
উপভোগ্য জীবনের উল্লাসে মেতে
ভুলিয়ে দেবো অতীতের সব তিক্ত স্মৃতিগুলি
জীবনের অনেক কিছুই রয়ে যাবে লোকচক্ষুর অন্তরালে।
__________________
জন্মকাল: বসন্ত সকাল ৮.৪৫ মিনিট
১২ মার্চ মঙ্গলবার ২০১৯ খ্রিষ্টাব্দ
২৮'এ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®