তুমি নারী, আমি দেখি তোমার অস্তিত্বে আমাকে
তুবুও আমি তোমার কাছে থেকে
অনেক কিছুই পাবার আশায় তোমায় বানিয়েছি সম্রাজ্ঞী।
আমি সময়ের ব্যবসায়ী,
কোথায় লাভবান হবো তাই ভেবে নিজ মনে
তোমায় দিয়েছি সরস্বতীর রূপ।
চিরো স্বার্থের বিজ্ঞ ও জ্ঞানী শিল্পী আমি
কখন কিভাবে কোথায় সাজতে হবে তোমাকে
সেটা আমি খুব ভালো জানি,
তোমার পায়ে লজ্জাবতীর শিকল পরিয়ে
তোমায় বসিয়েছি দুর্গার আসনে।


তোমাকে নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য
তোমায় বেঁধেছি সংসারের মায়াজালে,
আমি শোষণকারী সে পুরুষ যার অস্তিত্ব তোমার ভিতর।
একের পরে এক রূপ দিয়ে তোমায়
আমি বানিয়েছি দুরন্ত সময়ের বহুরূপী নারী
কখনো সৃষ্টির মুখে দাঁড়করেছি নির্দ্বিধায়
কখনো নিয়ে গেছি ধ্বংসের দ্বারে।
অপবাদ দিয়ে বানিয়েছি আঁধার ঘরের সঙ্গী
আমোদ প্রোমোদের সহচরী করে
নাম দিয়েছি পতিতা নিজের প্রয়োজনে
আনন্দ উল্লাসের শেষ প্রভাতে চেয়ে দেখি
আমি লুকিয়ে আছি সেই নারীর গভীর অস্তিত্বে।
_________________
রচনা : নীরব দুপুর ০১.৪৫ মিনিট
২৮'মে মঙ্গলবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®