এবার ফিরাও দৃষ্টি মুছে ফেল যত তোমার ভাবালুতা,
ভুলে যাও মুগ্ধতা, ঝেড়েফেল স্নিগ্ধতা,স্বপ্নচারিতা কল্পনার নাম।
ফিরে এসো এই বাস্তবে!চেয়ে দেখ এই ধরাধাম,
বেঁচে থাকবার জন্য আজ কী নিরন্তর দুঃসহ এই সংগ্রাম।


দূর প্রবাসী কবিতা, তুমি চেয়ে দেখ অক্ষিগোলক প্রসারিত করে,
দারিদ্র্যের রুদ্ধ বাতায়ন আজ তব তরে হয়েছে উন্মোচন
বহু যুগের পর তোমার স্বপ্নভঙ্গ যে তার বড় দরকার,
দেখ ওই পাষাণ কারার দ্বার খুলেছে আজ আবার!


এসো কবিতা,দেখে যাও এইবেলা দারিদ্র্য ভরা আমার গৃহ ,
আছে নিরন্তর ক্ষুধার দাহ, আছে অবহেলা,  
দেখে যাও এসে শুধু একাই এসো এই ঘরে বিদ্রুপের হাসি হেসে!
দামি রুমাল চাপিয়ে নাকে ভ্র দুটি কুঁচকে অঢেল বিরক্তি নিয়ে
আজ এসে দেখে যাও,শুধু বোল না এ কেমন গৃহ এ কোন নরক!


হয়ত নাকে যাবে পচা গন্ধ জীবন্ত গলিত লাশের দুর্গন্ধ,
তবু এ নারকীয় নয় বেদনার নয় নয় চিরবিদগ্ধ!
দেখ এখানে এসে এ'ও এক জগৎ,কত সুবৃহৎ!
কত কঠিন,কত নিষ্ঠুর,কত পাষাণ ইহার অন্তরস্থান,
দেখেছ কবিতা এরেই জগত কয় সাক্ষাৎ নরক এ নয়,
এর অনলবান প্রদীপ্ত জ্বলজ্বলময় সব পোড়ায় তবু যমদগ্নি নয়।


এসো কবিতা,এই বেলায় জানাবে স্বাগত তোমায় দারিদ্র্যের সৈনিকেরা
যারা চির দিশেহারা ওরা পরাবে তোমায় মালা
ক্ষুৎপিপাসা অনাহারে মৃত নরশিশুর কংকালখুলি নির্মিত,
বেদনার মালা। ভুলবে প্রাণের জ্বালা!


তোমার আগমন হবে ক্ষুধিতের চিৎকারময় হয়ত জাগবে বিস্ময়,
জেনে রেখ এ দারিদ্রের শাপমোচন বিষাক্ত প্রাণ
দেখ ওই বাজে প্রলয়ের গর্জনচির বহমান,দারিদ্র ধারণের দংশন।
বঞ্চিতের ব্যথার অস্ফুট বেদন ধ্বংস,মৃত্যুর আগমনী গান,
তীব্র ক্ষোভে অনলবানে বর্ষিত হবে গানের সুর হবে
এরাই কবিতার ছন্দ হবে,এখানে হয়েছে উপমেয় উপমান!


ওহে কবিতা! তোমার যত মুগ্ধতা,চিরদিনের কামনীয় স্বপ্নময়তা
কল্পজগতকে আজ দাও ছুটি এদিকে ফিরাও তোমার দৃষ্টি।
তুলে ধর এবার নিপীড়িত কাঙালের জীবন সংগ্রামের গল্প,
ব্যথাভরা এইসব চিত্রকল্প আঁকো ওই বৃহৎ ক্যানভাসে একটু অল্পসল্প।
___________________
রচনা: বৃষ্টি ভেজা সকাল ৯.২৫ মিনিট
৪-ই জানুয়ারী শনিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
২৪-এ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ
৫-ই জমাদিউল আখির ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®️