নীলাঞ্জনা,
তোমাকে, শুধুই তোমাকে ভালোবেসে
লিখতে চেয়েছি কত উষ্ণ শব্দমালার কবিতা
এঁকেছি অনাদি কালের বিমূঢ় স্বপ্নগুচ্ছ
রংধনুর সপ্তরঙা মাধুরী বেষ্টনীর সীমান্তে,
তোমার স্বপ্নিল সৌখিন আঁচলে একমুঠো জোনাকি
এনে দেবো বলে জেগেছি অর্ধ শতাব্দীর সন্ধ্যা
তোমাকে একান্ত কাছে পাওয়ার প্রত্যাশায়
ধ্যানমগ্ন ভাবনায় বশীকরণ মন্ত্র পড়েছি অগণিত রজনী,


নীলাঞ্জনা,
তুমি কি জানো ??
অতৃপ্ত মনের ইচ্ছেগুলো স্বপ্নের প্রণয় বাসর সাজায়
তুলসী তলার প্রদীপ জ্বালানো নিষ্পাপ সন্ধ্যায়
আবীর রাঙা হৃদয়ের আঙিনায় ভেসে উঠে
নিজ কল্পনায় বিভোর হেমন্তিকা উৎসবের কোলাহল
শুকনো আলপথের নির্বাক অনুভূতিগুলো  
জানালায় উঁকি দিয়ে যায় দক্ষিণা বাতাস হয়ে,
জীবনের অস্পষ্ট অনেক অধ্যায় এখনো লুকিয়ে আছে  
কবিতার বুকে ভাঁজ করা পঞ্জিকার পাতায়


নীলাঞ্জনা,
তোমাকে অনেক কিছুই বলার ছিল
সীমাহীন নীরবতায় জীবনের অব্যক্ত কথাগুলো
হয়তো বলা হয়ে উঠবে না কখনোই
একাকী চোখের স্বপনে বাসন্তী ফুলের আলিঙ্গনে
আশা-নিরাশার মাঝে জ্বলানো প্রত্যাশার সোনালী প্রদীপ
হয়তো তোমাকে দেখানো হবে না কখনোই
আজকাল কেন যেন আকাশের ধূসর তারাগুলো
মানুষের চেয়ে অনেক বেশী আপন মনে হয়
আরো বেশি আপন মনে হয় তোমায় নিয়ে ভাবা মুহূর্তগুলো
______________________
জন্মকাল:মেঘাচ্ছন্ন বিকেল  ০৫.১০ মিনিট
১৭'এ ফেব্রুয়ারি রবিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
৫'ই ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®