অনেক দিন পরে পথের মোড়ের সেই শিশির সিক্ত
শান বাঁধানো শ্যাওলা পড়া ঘাটে
একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে দাঁড়িয়ে অপেক্ষায়
অজানা প্রহরের হেঁয়ালি স্বপ্নে ভুলিয়ে নিজেকে।


দেখি উদাসী হওয়ার বুকে শুকনো পাতা উড়ে
অনাদরে ঢলে পড়া রোদহীন বিকেলের নিঝুম মৌনতায়  
প্রেমরিক্ত জীবনের ঘুণে ধরা ক্যানভাসে আঁকা আজো  
অজস্র ভাবনার বলিরেখার অসমান্তরাল দাগ।


জ্যোৎস্নার সিঁড়ি বেয়ে নেমে আসে তোমার হাসি
পাপড়ি ঝড়িয়ে শব্দহীন নিশ্চুপ শূন্যতায়  
সন্ধ্যার দেবী মন মন্দিরে প্রতিমার রূপে  নেমে আসে
অগণিত বছরের অভিমান নিয়ে চোখের পাতায়।


অতীতের হারিয়ে যাওয়া আনন্দ উচ্ছ্বাসের স্রোতে ভেসে
মেঘের নিকুঞ্জে দোয়েল ডাকা বিকেলের মুখরতায়  
দিগন্তের কোলে অধরা স্বপ্নরা সাঁতরে বেড়ায়
উর্বশী সন্ধ্যায় লুকোচুরি খেলা সূর্যের লালিমায়।


জীবনের দীর্ঘ অবসরে সময়ের সাথে নিজেকে
মানিয়ে নিয়েছি অর্ধ অনুভূতির অজ্ঞাতে
শত শতাব্দীর অপেক্ষার সমাধান হয়তো হবে আজ
নিয়তির অভিধানে যুক্ত হবে নতুন অধ্যায়।
_____________________
সোমবার ১৩ ভাদ্র  ১৪২৪ বঙ্গাব্দ
Monday 28 August 2017 খ্রীস্টাব্দ
Al-Ithnayn ৬ জিলহজ্ব1438 হিজরী
গ্রীসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
© Copyright সংরক্ষিত ®