একদিন পৃথিবীকে জয় করবো বলে
সেই শৈশব থেকেই বুনেছি কত স্বপ্নের জাল
মানুষের নীরব নিথর কষ্টগুলো
উৎপীড়িত সমাজের দংশনের স্পর্শ
ঐ কপট প্রণয় থেকে মুক্তি দেবো বলে
দেখেছি কত স্বপ্ন অনন্ত কাল
সাম্প্রদায়িক এই পৃথিবীকে করতে শান্তিনীড়।


একটি পৃথিবীকে ভালোবাসবো বলে
তুলে রেখেছি হৃদয় মাঝে অসীম মৌনতা
একরাশ ভালোবাসার ফাগুন পলাশে
আর রেখেছি শশীর স্নিগ্ধ আলোর কিরণ
পুষ্প অমল সুধা শীতল বর্ষায় ভিজিয়ে
শিশির সিক্ত মালতি মুখরিত সকাল
আর একান্ত মনের গোপন মধুর নিমন্ত্রণ।


একটি পৃথিবীর ছবি আঁকবো বলে
হাতে তুলেছি রংতুলি, ক্যানভাস, কাগজ কলম।
অগণিত শব্দের ভাবনায় সাজাবো পৃথিবী  
রক্তিম আভায় ঢেকে দেব সকল যাতনা
আঁকবো প্রেমের ফুল গন্ধ আবীরে
রচিবো নবীন গান আনন্দ উল্লাসে মেতে
জীবনের নব প্রভাতে মাধবী জ্যোৎস্নায় ভেসে।
____________________
রচনাকাল: আঁধার রজনী ১০.২৫ মিনিট
১৯ এপ্রিল সোমবার ২০২১ খ্রিষ্টাব্দ
৬-ই বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত