কখন যে ছেড়েছি তোমার কোল,
কতকাল রাখিনি মাথা তোমার কোলে
কিছুই আমার মনে নেই মাগো,
শুধু মনে পড়ে সেই যখন আমি এতটুকু
তখনকার কোনো একদিন-
বাবার হাত ধরে শুরু হয় আমার প্রবাস জীবন
শুরু হয় জীবনের সাথে সংগ্রাম।


দিনের কর্মব্যস্ততা শেষে
নবম প্রহরে এসে যখন বিছানায় এলিয়ে পড়ে শরীর
ঘুমে মুদে আসে দু’টি চোখ
তখন স্মৃতির পাতায় হানাদেয় সোনালী শৈশব
সেই যে কলার ভেলায় ভেসে ভেসে
দীঘির জলে শাপলা কুড়ানো
বড় সাধ হয় ফিরে পেলে সেই শৈশব
বড় সাধ হয় ফিরে পেতে সোনালি অতীত।


ইচ্ছে করে তোমার কোলে মাথা রেখে
ব্যঙ্গামা আর ব্যঙ্গমীর গল্প শুনতে
জানতে ইচ্ছে করে হাবিব,জামিল, রূপম, রোহা্ন,
অহনা। অদিতী, রায়না, শায়লা, সুমবন রাকেশ,
রাজিব ওরা সবাই কেমন আছে।


ওরা কি এখনো গামছায় ছেকে ধরে ছোট মাছ?
ওরা কি এখনো সকালে-বিকেলে
মাটির সুধা গন্ধ মাখে গায়।
ওরা কি এখনো মন খুলে গান গায়
আমি ভাবে একাকার ...
কেন জীবনের নবম প্রহর হয় এত নির্দয় !!!
__________________