যখন চোখের জল মুছে জীবনকে নতুন করে
ভালোবাসতে যাই,
ঠিক তখন অবহেলার এক অনিন্দ্য ছায়ায়
চারিপাশ ঢেকে যায়।
মাঝে মাঝে মনে হয় তোমার আর আমার
তেল-জলের সম্পর্ক,
যেমন আমি গবেট ছেলে আর তুমি কঠিন
পাটিগণিতের অংক।
যখন মনের বাসর সাজাই তোমায় নিয়ে
স্বর্গ সুখের স্বপ্নে ভেসে,
ধারালো কথার মায়ায় জড়িয়ে তুমি আমার
কাঁদাও হেসে হেসে।
তিক্ততার এক আবেশ মাখা আমাদের এই  
ভালোবাসার গল্প,
তোমারও প্রতিশ্রুতি রাখার অভ্যাস আছে
তবে তা অনেক অল্প।
অদেখা সুখ পাওয়ার আশায় এভাবে আমি
ঠকেছি অজস্র বার,
ক্ষত বিক্ষত এই হৃদয়ের খাতায় পাতায়
হিসেব লেখা নাই তার।
মনে মনে ভাবি এই কঠিন অপরাধ আমি
কেনো করি বার-বার,    
মানুষ আমি তাই মানুষকে ভালোবেসে  
কষ্ট পাই বারংবার।
_________________
উপলদ্ধি: তপ্ত দুপুর ১২.২০ মিনিট
২২-এ মে রবিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
৮-ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
২১-ই শাওয়াল ১৪৪৩ হিজরী  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
©️ Copyright সংরক্ষিত ®