আমার কৃষ্ণাভ চোখে ভাসে কারো লেলিহান অভিসার,
তার বিশুদ্ধ প্রেম জানে তপ্ত দাবানলের আত্মচিৎকার।
প্রেমের ফিনিক্স আলো জানে নিঃস্বার্থ ভালোবাসায়,
এ'জীবনের সব চাওয়া পাওয়া থাকে কথায়,কল্পনায়।
হৃদয় চৌচির হাসিতে ভাঙ্গে অতীতের স্মৃতি সব,
জানালার পর্দার আড়ালে শুনি তাদেরই কলরব।
একচির নিদারুণ আম্লান মুহূর্তে কল্পনার আঙিনায়,
নতুন জীবনের প্রতিবিম্ব ভাসে প্রত্যাশার আয়নায়।  
অনুভূতিগুলো নিঃশব্দে হাসে নিবিড় চোখের তারায়,
ভালোবাসার বিশ্বাস আনন্দে দোলে স্বপ্নের দোলনায়।
জীবন উঠানে আজ সন্ধ্যা নেমেছে অসুধারার নিয়মে,
চিন্তার ভাঁজ দোলা দিয়ে যায় নির্বোধ বার্ধক্যের কাননে।
তবুও আছে এ'বুক ভরা আশা-ভালোবাসা উজ্জ্বল,
বয়সের দৈন্যতায় ফুরাবে না কভু এ'যৌবন- শৃংখল।  
__________________
উপলদ্ধিঃ তপ্ত দুপুর  ১.৩০ মিনিট
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২২ খ্রিষ্টাব্দ  
২৪ -ই- ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ
১২ -ই সফর ১৪৪৪  হিজরী  
মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে
©️ Copyright সংরক্ষিত ®