ফাল্গুনের এক বিকেলে হৃদয়ের জানালা খুলে
আগামী দিনের স্বর্ণালী সন্ধ্যার আগমন
শত শতাব্দী অপেক্ষারত স্বপ্নে হাতে নিয়ে
অনেক কিছুই বোঝালো আমায়।


তুমি আর আমি ছিলাম অপরিচিত একদিন
কি করে এলে এত মনমোহিনী প্রেম হয়ে
সংসারের অদৃশ্য মায়া জাল ছিঁড়ে
মনের বাতায়ন খুলে শান্ত নীরব প্রবাহে ভেসে
জীবনের স্বপ্নকে বাস্তব রং দিয়ে
একান্ত ভালবাসার উদ্দীপনা নিয়ে
বসন্তের হাসি মেখে স্বপ্নিল চোখের পাতায়।


কি চাও তুমি আমার কাছে এভাবে?  
সেই আমি আর আগের মত নেই বদলে গেছি অনেক
নিজেকে খুঁজি একান্ত নিজের মত করে
হেমন্তের প্রবাহের পাতাঝরা দিনের ফসল শূন্য মাঠে।
দিনান্তের বলিরেখায় ঘুমন্ত মেঘের আড়ালে
পার হয়েছে শতাব্দীর ক্লান্তিকর অগোছালো সময়  
আবছা পর্দার ছায়ায় ভিজে গেছে কত নীল নিরাশাগুলো
দূর থেকে দেখে যায় ঝাপসা কাঁচের জানালায়
চুলের প্রলেপের আড়ালে বিভ্রান্তির একমুঠো মিষ্টি হাসি  
আসলে সবই নির্বোধ স্বপ্নের হাতছানি মাত্র।
শেষ বিকেলের সোনালী আলোর ছায়াপথে হেঁটে
কতটুকু আবেগ জড়ানো ছিল সেখানে।


কাতর কণ্ঠে প্রশ্ন করে আমায় সময়ের গতি প্রতিনিয়ত
কে দেবে জীবনের শেষ দীপশিখা জ্বালিয়ে,
সময়তো কাউকেই সময় করে দেয় না কখনোই
তবে এখনো সময় কি আছে আর হাতে।
________________
১১/০৫/১৬….....এথেন্স,গ্রীস
© Copyright সংরক্ষিত ®