কোন এক ফাগুনের নিঝুম রাত্রির শেষ প্রহরের  
বিছানার ভাঁজের দংশনের আলিঙ্গনে
যদি কখনো মনে পড়ে আমায় নীরবে
ধ্রুবতারার পানে নিষ্পলক চেয়ে দেখো
আমার অস্তিত্ব এসে একাকী
তোমার হৃদয় গালিচায় স্পর্শ করে যাবে,


যদি কোন এক শিশির ভেজা নির্ঘুম প্রভাতে
তোমার নিঃশ্বাস ভারী হয়ে আসে অকারণে
যদি তৃষ্ণার্ত নয়নে মনে পড়ে আমায়
এসো কোন বিস্তীর্ণ মাঠের হৃদয় উঠোনে
তুষার ধবল শুভ্রতা জড়ানো ঘাসের বিন্দু হয়ে
জড়াবো তোমার নূপুর ধ্বনি হয়ে,


যদি কোন এক শীতালু মাঘের সোনালী দুপুরে
অতীতের স্বপ্ন যদি মরীচিকা হয়ে হাতছানি দেয়
অঢেল শ্রান্ত সায়াহ্নের অস্থিরতায়
ছুটে এসো মেঠোপথের মুছে যাওয়া অলিন্দে
গন্তব্যহীন ক্লান্ত পথিকের পদচিহ্নের ভাঁজে ভাঁজে
আমায় পাবে এক নিরবিচ্ছিন্ন ভালোলাগায়


যদি কোন অলস বিকেলের সোনা রোদের তপ্ততায়
উষ্ণতার দ্বার ভেঙে দু'নয়নের কোণায়
আঁখির কাজল ধোয়া নদী ধেয়ে আসে আমার স্মরণে
উদ্বাহু বাড়িয়ে এসো শূন্য গগনের আঙিনায়
এক পশলা বৃষ্টি হয়ে ঝরবো তোমার
একাকীর আঁচলে জড়ানো খোলাচুলের সুগন্ধে।
_____________________
জন্মকাল:মেঘাচ্ছন্ন বিকেল ০৪.১০ মিনিট
২০'এ ফেব্রুয়ারি বুধবার ২০১৯ খ্রিষ্টাব্দ
৮'ই ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®