কি পেলে কবি তুমি
জীবনের ভ্রান্ত পান্থশালায় বসে  
লিখে লিখে জীবনের অবেলার গল্প
আহ্নিক প্রহরের মৌনতায়,
কবি,তোমায় আঘাত করে গেছে
অবহেলায় তাচ্ছিল্যে প্রতিবার
নিদারুন সুন্দর স্বপ্নগুচ্ছের অবয়ব,
তবুও ব্যর্থতার সকল বোঝা পিঠে নিয়ে
হেঁটেই চলেছ বিবাগী রাতের আঁধার পথ ধরে
শূন্য ঠোঁটে কুৎসিত অট্টহাসি সাজিয়ে।


তুমি কি দেখেছো কবি  
আজো তোমার কানফাটা আর্তনাদগুলো
আজো প্রতিধ্বনি তুলে হাসে
পান্থপাখির মতো সাঁঝের বেলায়
তোমার প্রচ্ছন্ন প্রত্যাশাগুলো ঝরে গেছে
প্রজাপতি আল্পনা আঁকা চোখের
নীরব আবীর লুকানো উচ্ছ্বাস নয়নে
সঙ্কুচিত সময়ের ভাঁজে ভাঁজে
এঁকে গেছে একাকীত্বের যন্ত্রণাগুলো
আনমনা রাতের তপ্ত বাতাসের পাঁজরে।


তুমি কি জানো কবি
ঐশ্বর্যের রুঢ় চাবুকাঘাতে ঝরে গেছে  
প্রশান্তির উপহার অকুণ্ঠিত দু’হাত বাড়িয়ে
সুখময় স্বপ্নের অক্ষিবলয় রাতের বুকে
নিদারুণ নিমগ্ন চোখের সীমানায়,
ঐশ্বরিক অবদানে নিশ্চুপ চেয়ে চেয়ে
কৌতুহলে দৃষ্টি নিক্ষেপ করে অতুল্য সম্ভাষণে
তোমার কষ্টগুলো অনুযোগহীন রাতে  
ঝিলমিল নক্ষত্রদের গল্প শোনায়
ভাঙা বেহালার হৃদয় বিদারক সুর মুর্ছনায়।
__________________
রচনা :একাকী সকাল ৭.২৫ মিনিট
১৬'এ জুন রবিবার ২০১৯ খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®