আজ একটি সাধারণ দিন হয়তো
বলা যেতে পারে ব্যস্ত নগরীর কর্ম দিবস
আমি, আমি ঘুমাই সময়ের কাঁথা মুড়ি দিয়ে
মসজিদের আজান, গির্জার ঘন্টা, মন্দিরের শাঁখ
কোন কিছুতেই আমি জেগে উঠি না  
আমার যুদ্ধ শুধুই আমার নিজের সাথে
আমি জেগে উঠার কোন কারণ খুঁজে পাইনা  
ছুটে চলা প্রতিনিয়ত সুখের খোঁজে
পথিমধ্যে কষ্টের বেড়াজাল  
কষ্ট অথবা সুখ উভয়েই মরীচিকা।


কখনো আমার অলীক ভাবনায় হারাই নিমিষেই
ধৈর্যহীন মন চায় শুধু নিশ্চুপ কিছু কলরব
ঘুরপাক খেতে থাকে জীবন গল্পের আবর্তনে
অন্তঃসারশূন্য আগন্তুক হয়ে কাঁদে নীরবে
নিজস্ব অস্তিত্বহীনতার নীল ছোবলে
প্রজন্মের পর প্রজন্ম এভাবেই একই নিয়মে
প্রাণহীন যান্ত্রিক মানব হয়ে চেয়ে দেখছি চারিপাশ
নিদারুন কষ্টে অর্জিত সভ্যতার নগ্নতা
সত্যি আমার খুব জেগে উঠতে ইচ্ছে করে
হিমু অথবা কিশোর কিংবা মাসুদ রানার বেশে।
___________________
রচনাকাল: পবিত্র সকাল ৮.২০ মিনিট
২০ মার্চ শনিবার ২০২১ খ্রিষ্টাব্দ
৬-ই  চৈত্র  ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®