তোমার অনুভব ছুঁয়ে ছুঁয়ে যায় আমার
অগনিত প্রহর স্নিগ্ধ সমীরণে।
তুমি অনুভবে পাশে এসে দাঁড়াও আমার
একা মনের নিভৃত বাতায়নে।
আমি অনুভবে দুর্ভেদ্যতার প্রাচীর ভেঙে
একাকী শব্দের মৌন বেলায়।
অনুভবে বেঁধে রাখি তোমায় নীল সন্ধ্যায়
খেয়ালী স্নিগ্ধতার ঝর্ণাধারায়।
নীরব রাতের তপ্ত অনুভবে এপাশ ওপাশ
খুঁজি নিঃশ্বাসের উষ্ণতা নিয়ে।
অনুভবেই সাজাই স্বপ্নের পরিণয়ের রাত
আত্মিক শুভ্রতার মালা দিয়ে।
উতাল বাতাসে উড়ে উড়ে যায় অনুভবের
রঙধনুতে আঁকা স্বপ্নের ঘুড়ি।
অসীম অনুভবেই তোমায় হৃদয়ে জড়াই
তোমারই আশায় বাঁচি মরি।
যখন অনুভবের অনুভূতিগুলো জ্যোৎস্না
ছড়ায় ঝির্ ঝির্ হাওয়ায়।
তোমাকেই পেতে চাই অনুভবের বাঁধনে
সন্ধ্যার একাকী উন্মাদনায়।
________________
২৯ নভেম্বর ২০১৬ এথেন্স.গ্রীস
© Copyright সংরক্ষিত ®