তুমি কি তোমার প্রেমের নির্বাসন দেবে এভাবেই
তোমার স্নিগ্ধ মনের আলোর শিখা  
এভাবেই নিভে যাবে প্রণয়ী সন্ধ্যার আগমনে।  
তুমি তার জন্য স্বচ্ছ প্রেমের প্রদীপ জ্বেলে
তোমার কোমল হৃদয়ে ভালোবাসার প্রলেপ মেখে
হারাবে নির্বাক অভিমানী অভিলাষে।
জানালার কার্নিশে মাথা রেখে
কল্পনায় স্বর্গীয় সুখের অববাহিকায় ভেসে
নিঃসঙ্গতা বুকে নিয়ে বেঁচে থাকবে- একাকী।


প্রাচীন যুগ থেকে যুগান্তরের কবিরা
পূর্ণিমা রাতে চাঁদের আলোর ভিজে লিখে গেছে
খেয়ালী মনের অব্যক্ত স্বপ্ন গুচ্ছ  
মেঘবালিকার কাহিনী হাজার পাণ্ডুলিপি জুড়ে।


তুমিও তেমনি লিখে দাও তার হৃদয়ের ভাঁজে
অষ্টপ্রহর জুড়ে উত্তর বিহীন কিছু প্রশ্ন
জীবনের গলিপথে নির্দ্বিধায় হেঁটে হাসি মুখে।
জোনাকি হয়ে ছায়াপথ আলোকিত করে
অক্লান্ত বিশ্বাসে নিজের উপর আশ্বাস রেখে
মনের ক্যানভাসে এঁকে জীবনের ছবি
কোন এক শ্যামল অরণ্যে মাথা রেখে তার কাঁধে
গোধূলির আবেশে স্পষ্ট চোখের ভাষায়
বলে'দাও ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
___________________
রচনাকাল: শীতের সন্ধ্যা ৬.৩৫ মিনিট
৮ফেব্রুয়ারি সোমবার ২০২১খ্রিষ্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®