সম্প্রতি আমার কিছু মহামূল্যবান সম্পদ চুরি হয়ে গেছে
চুরি হয়ে গেছে কিছু আবেগ, কিছু অনুভূতি
আরো চুরি হয়েছে কিছু নির্জন প্রহরের মুগ্ধতা
সবাই যারযার মতো করে ভাগ করে নিয়েছে
আমার সব স্বপ্ন, আমার সকল প্রত্যাশা, আমার কবিতা  
আমার সব আমার ভালোবাসা,আমার প্রেম, আমার স্পন্দন  
নিজেকে আর কতোটা নিংড়ে দিলে তোমরা পূর্ণ হবে?

এ"যে  আমার বিষম ব্যর্থতা
তোমাদের পূর্ণ করতে পারিনি আমি
আজ ঠিক আমিও তাদের দলে যুক্ত হলাম
যারা জীবন দেয়ালে ব্যর্থতার নিদর্শন টাঙিয়ে রেখেছে ,
প্রকাশ্য দিবালোকে আজীবনের তরে।
আমার চেষ্টার কোনো ত্রুটি ছিলো না কখনোই
তবুও হয়তো তোমাদের পূর্ণ করার শক্তি স্রষ্টা আমায় দেননি
যে শক্তিতে শূন্যতা পূরণ করবো সবার।

কিন্তু আমার নিজ সত্তা আমাকে বলে চুপিচুপি  
পূর্ণতা বলে কিছুই নেই পৃথিবীর বুকে,
পূর্ণতা এক নির্বাক অনুভূতির নাম মাত্র  
চোখ বুজে মনে মনে অনুভব করতে হয় পূর্ণতার সুখ।
আমি তোমাদের সবাইকে পেয়ে সত্যি আমি পূর্ণ,
এই পূর্ণতা নিয়েই কেটে যাবে অবশিষ্ট হায়াতের দিনগুলো।

তোমার যতোটা দিয়েছো আমায়
ঋণ হয়তো জনমে শোধানো যাবে না,
পরজনম বলে যদি কিছু থেকে থাকে তখন না হয়  
শুধিয়ে দিতে মুখোমুখি হবো আরেক বার।
____________________
রচনা'কাল: নীরব বিকেল ৭.৩৫ মিনিট
   ২৪-এ মে  শুক্রবার ২০২৪ খ্রিস্টাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
          সংশোধিত ও পরিমার্জিত  
       © Copyright সংরক্ষিত ®