চায়ের কাপের ধোঁয়া উঠা কঠিন নিকোটিনে
জীবন উড়ে অনিশ্চিত গন্তব্যের সীমানায়,  
মুছে যাওয়া হস্তরেখার অন্তরালে
উল্টে-পালটেই চলে পঞ্জিকার পাতা নির্দ্বিধায়
মিনিট হয় ঘণ্টায় আর ঘণ্টা পরিণত হয় শতাব্দীতে।


হৃদয়ভাঙা আর্তনাদ লুটিয়ে পড়ে পথের ধুলোয়
অনাহুত আগন্তক করুণ দৃষ্টিতে চেয়ে
অভিলাষী পাঁজর বিদীর্ণ করে পলকের আঘাতে,  
তীরভাঙা ঢেউয়ের বুকে শশীর নৃত্য
অবিরাম উপচে পড়ে চিকচিক বালুকা পাথারে।


সন্ধ্যার কোলাহল মুখরিত প্রহরের হালখাতায়
যখন সাঙ্গ হয়ে আসে জীবনের সব লেনদেন,
অসহায় সম্বলহীন দাঁড়িয়ে আকাশ দেখি অপেক্ষায়
আরেকটু নির্জনতা নামুক ধরণীর বুকে
আরো গাঢ় হোক না নৈঃশব্দ্যের নির্বাক শূন্যতা।


পদ্মপাতায় চমকে উঠা শিশিরকণাগুলো
সময়ের প্রবাহে উথাল পাতাল জোয়ার ভাটায়
কার্নিশ জুড়ে আলোছায়া নৃত্যময় ব্যঞ্জণায়,  
ক্লান্তির দ্বার পেরিয়ে শেষ বিকেলে উল্টো হেঁটে
অস্তিত্বের নব অন্বেষণে না হয় বের হবো পুনরায়।
___________________
জন্মকাল: শীতের দুপুর ১২.৪৫ মিনিট
২৪ জানুয়ারি বৃহস্পতিবার ২০১৯ খ্রিষ্টাব্দ  
১১'ই মাঘ ১৪২৫ বঙ্গাব্দ  
গ্রিসের রাজধানী এথেন্স থেকে
© Copyright সংরক্ষিত ®