আমার প্রশান্ত আত্মা ঘুমিয়ে গেছে
সে আর জাগবে না কখনোই
নি:শ্বাসের নীরব শব্দে
অভিমান ভাঙ্গবে না তার
তবু হৃদয় আত্মসুখের বাসনায় নির্লিপ্ত নয়
কি জানি, অভিমানে হবে কি পরাজয়
সরলতার আবরণে ঢাকা অভিমানী হৃদয়
চেতনার সাথে আন্ত:সংঘাত আর নয়
মূল্যবোধের স্বাধীনতা নেই
অঘোষিত নিষেধাজ্ঞা বর্তমান
তবু খুঁজে ফিরি
সুখের নীড়ের অভ্যন্তরীণ ত্রিভুজী জীবনে
তার অস্তিত্ব আজ দ্বিধাহীন অভিযাত্রী
নীরবে আঘাতে-বেদনায় সরল অভিমান
হৃদয়ের বিশাল জুঁড়ে প্রজ্জ্বলিত অক্ষয় মশাল
কোন রহস্য নেই,
অভিমানে নির্জন চারিধার
মধ্যাহ্ন বাতাসে কনকনে শীতের ঝড়,
সব কিছু আজ ছারখার
তবু নির্লিপ্ততা নয়,
স্মৃতির চাঁদরে ঢাকা সোনালী সময়
হাতছানি দিয়ে জানিয়ে দেয়
সরলতার আবরণে অভিমানী হৃদয়।
___________________
রচনাকাল:উজ্জ্বল সকাল ৯.২০ মিনিট
৭ এপ্রিল বুধবার ২০২১ খ্রিষ্টাব্দ
২৪-ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে  
© Copyright সংরক্ষিত