একটা দিন একটি নতুন সূর্যোদয় মানেই একটি নববর্ষ
সহস্র যুগের পুরাতন আকাশের বুকে
স্মৃতির বাতায়নে স্বপ্নের-দিগন্তে ফেলে আসা রেখায়  
একটি নতুন দিন আসে কয়েকটি নতুন স্বপ্ন নিয়ে
ফাগুনের পলাশ বর্ষণের আতিথেয়তায়।
বড় স্বাধ জাগে,
আগের মতো নির্মল ভোরের স্নিগ্ধতায়
একদিন দিগন্ত ছুঁতে চেয়েছিলাম কিশোরী প্রলোভনে
শিশির সিক্ত ঘাসের উঠোনে প্রকৃতির নিরালায়
বিশ্বালোকে বিলিয়ে দিয়ে নিজের সকল সুখ
স্বচ্ছ হিমেল বৃষ্টির ফোঁটায় শান্ত করে মন
ধীরে ধীরে ধূসর হয়ে যাওয়া মনের বাসনাগুলো
জাগিয়ে তুলি পুনরায় নতুন করে।


এভাবেই কতো নববর্ষ কেটে যায়
নীরবতার প্রাচীরের হৃদয় দগ্ধ অনুরণিতে
পঁয়ত্রিশ বছরের পুরাতন সম্পর্কটায় ফাটল ধরে ধীরে
সারাজীবনের সঞ্চয় করা অসহনীয় ব্যথাগুলো
লুটিয়ে পড়ে ক্লান্ত পথের ধূলোয়
জীবনভর স্বেচ্ছায় শিকল পরা সময়ের দাপটে
রোমাঞ্চের সংজ্ঞাটা বদলে যায় প্রতিবার
দীর্ঘ নিঃশ্বাসযুক্ত পেন্ডুলামের জীবনটিকে ছিঁড়ে
মরীচিকার যবনিকা পেরিয়ে
অতীত শতাব্দীর নাভীমূল ছিন্ন করে - আবার
সব সৃষ্টির হাতে তুলে দিয়ে আপন সত্ত্বায়
সীমান্ত পাড়ি দেয়া অভিবাসী স্বপ্নগুচ্ছ সাজিয়ে  
নিজেকে গড়ি নিজের মতো করে পুনরায় - তবুও
নিজেকে গড়ে তোলা হয়ে উঠে না কখনোই না।  
___________________
জন্ম সময়ঃ সন্ধ্যা রাত  ১১.৩০ মিনিট
৩১'এ ডিসেম্বর সোমবার ২০১৮ খ্রিষ্টাব্দ
১৭'এ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ
গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশ
© Copyright সংরক্ষিত ®