এখন চারদিকে কেবলই আলো ফোঁটে
অথচ আমার ওসব পছন্দ নয় মোটে
অন্ধকারে থাকি যখন,বন্ধ থাকে চোখ
দেখি দাঁড়িয়ে তুমি পাশে
এখন চারিদিক থেকে নেমে আসে সুর্য এবং চাঁদ
বাতাস হাসে,নক্ষত্র সাজায় কুহেলি এক ফাঁদ
আমি তখন রাতের মধ্যে কাঁদি বসে বসে
চেয়ে দেখি স্বজনেরা পালিয়ে গেছে কোন সে নিবাসে
এমন সময় তুমি এসে বসলে আমার পাশে
হাত বুলিয়ে দিলে আমার বুকের নরম ঘাসে
বললেম আমি বৃষ্টি ভেজা চোখে
এত দিন ছিলে কোথায় ভেসেছ কোন সুখে
বুকের-পিঠের কাপড় সরিয়ে বললে যখন
এই দেখ সময়ের নিষ্ঠুর ক্ষতচিহ্ন শোভা পাচ্ছে কেমন,
উঠি আমি মন কাঁদে তীব্র বেদনায়
বুকের ব্যথা বাড়লো তখনি, আমি এখন দাঁড়িয়ে একা
অন্ধকারের সাগর মোহনায়;চারিদিকে শুধুই ফাঁকা


                         <> <> <>
                      টি,কে,এম,আজীমি
                        -------------