এতটুকু অধিকার চাই শুধুই বেঁচে থাকার
একটু খানি ভূমি, খুবই সামান্য তম,
ছোট্ট একটা ঘর হোক না বাঁশ পাতায় ঘেরা,
এক টুকরো কাপড় হোক না কিছু কিছু ছেঁড়া,
একমুঠো ভাত সাথে হোক না আলুভর্তা ডাল,
না হোক কালিজিরা,হোক শুধু সাদা মোটা চাল,
চাইনা বিলাসিতার গাড়ি,না অতি সুন্দরী নারী,
বাঁচবার চাই, না হয় হেটেই জীবন দেব পাড়ি,
চাই একটু বাঁচতে,চাইনা,ঘৃনা,অবহেলা,লাঞ্চনা
এতটুকু অধিকার চাই,যা আছে মোদের পাওনা,
মা,মাতৃভূমির কাঁছে,রাখি এতটুকু আবদার,
চাই তোমার চরণে নির্মলতায় বেঁচে থাকার,
_________
টি,কে,এম,আজীমি